Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চর ও বাগান
বিস্তারিত
কলাপাড়া উপজেলাধীন ১নং চাকামইয়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী অঞ্চল। চর- চাকামইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাছিমখালী গ্রামের আঃ রশিদ হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে কচুপাত্রা নদীতে ১০-১২ একর জমির নিয়ে এই চরের অবস্থান। ৩ বছর আগে নতুন ভাবে এই চর পরে। এই চরে এখন বিভিন্ন ধরনের ফসল হয় বিশেষ করে বিভিন্ন জাতের ধান চাষ হয়। বাগান-নিরলস পরিশ্রম ও সততার গুণে বলিয়ান একজন মানুষকে অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারে পটুয়াখাল জেলার কলাপাড়া উপজেলা ও চাকামইয়া ইউনিয়নে কাছিমখালী এলাকার হাচন আলী বয়াতীর কৃতি সন্তান নাজির হোসেন পরিত্যাক্ত চরে ফসলি জমি পরিণিত করে সফল শব্জিচাষী। ছোট বেলা থেকে গ্রামে শব্জি ব্যবসা ও শব্জিচাষে নেশা ছিল তার অবিরত। শব্জি বাগান প্রতিষ্ঠা করার স্বপ্ন তার সঙ্গ ছাড়েনি। অনেক কষ্ট বির্সজন দিয়ে সে স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ১৯৯৮ সালে ২৫০০ টাকা মূলধন নিয়ে শব্জি ব্যবসা শুরু করে পর্যায়ক্রমে ২০০০ সালে তিনি সফলতা লাভ করেন।