Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইলিশ
বিস্তারিত

বিস্তারিত

পটয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়  প্রতিদিন ধরা পরে শত শত মন রুপালী ইলিশ। কলাপাড়া থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই রুপালী ইলিশ সরবরাহ করা হয়। কলাপাড়ার ইলিশ সাধে ও গুনে অনন্য। ইলিশ সামুদ্রিক মাছ কিন্তু এই মাছ বড় নদীতে ডিম দেয়। ডিম ফুটে গেলে ও বাচ্চা বড় হলে ইলিশ মাছ সাগরে ফিরে যায়। সাগরে ফিরে যাবার পথে জেলেরা এই মাছ ধরে। যদিও ইলিশ লবনাক্ত পানির মাছ বা সামুদ্রিক মাছ, বেশিরভাগ সময় সে সাগরে থাকে কিন্তু বংশবিস্তারের জন্য প্রায় ১২০০ কিমি দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে নদীতে পারি জমায়। বাংলাদেশে নদীর সাধারণ দূরত্ব ৫০ কিম থেকে ১০০ কিমি। কুয়াকাটা সংলগ্ন সাগর, গভীর সমুদ্রসহ গোটা সমুদ্র উপকূলে ইলিশ মৌসুমের শেষে জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। মৎস্য বন্দর আলীপুর, মহিপুর, ঢোস, মৌডুবি, গলাচিপা, কুয়াকাটা, রাঙ্গাবালি, দশমিনাসহ উপকূলের জেলেপাড়া ও মৎস্য বন্দরগুলোতে হাজার হাজার ইলিশ ভর্তি ট্রলার পেঁৗছে তা খালাস করে আবার ফিরে যায় ইলিশ আহরণে সাগরে। ইলিশ মাছ দেখার জন্য আড়তগুলোতে পর্যটকসহ স্থানীয় শত শত লোক ভিড় করে। একই দৃশ্য কুয়াকাটার সৈকতজুড়ে। জেলেরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে সাগরে নামার জন্য। কুয়াকাটা সৈকতের দীর্ঘ এলাকাজুড়ে জেলেরা একের পর এক ট্রলার নিয়ে সাগরে ছুটে ইলিশ ধরার জন্য।