Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

চাকামইয়া ইউনিয়নের উল্লেখযোগ্য নদী  কচুপাত্রা, আরপাঙ্গাশিয়া। চাকা্মইয়া ইউনিযনটি  কচুপাত্রা, আরপাঙ্গাশিয়া নদী দ্বারা বেষ্টিত হয়েছে। নদীর দুই তীর পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে যদিও কিছু অংশ এখনও বাকী আছে। নদী দুটির উৎপত্তি কলাপাড়া উপজেলার আন্ধার মানিক ও আমতলী উপজেলার পায়রা নদী থেকে । কচুপাত্রা নদীর  দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. প্রস্থ ২০০ মিটার।  এক সময় এ নদীই ছিল চাকামইয়া ইউনিয়নের  যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে কচুপাত্রা নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পারাপার করা হয়।

চাকামইয়া ইউনিয়নের উল্লেখযোগ্য নদীঃ

১। কচুপাত্রার নদী

২। আরপাঙ্গাশিয়ার নদী